সড়কপথে ভাতাড় ক্রমশ ‘মরণফাঁদ’ হয়ে উঠছে

Spread the love

সেখ মিলন ( ভাতাড়, পূর্ব বর্ধমান) দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস। দুর্ঘটনায় কমবেশি আহত ৩০জন। মৃত এক যাত্রী। মৃতের নাম সেখ ইনামুল হক ।বয়স ২৫ বছর। বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নয়াপাড়া গ্ৰামে। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান নতুনহাট বাদশাহী রোডের ভাতারের নতুনগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ,কলকাতা কান্দি বহরমপুর রোডের একটি বেসরকারি যাত্রী বোঝাই বাস বাদশাহীর রোড ধরে কান্দি অভিমুখে যাওয়ার সময় ভাতারের নতুনগ্রাম সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে ডিভিসি সেচখাল টপকে উল্টে যায়। মঙ্গলবার প্রায় দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় মানুষজন ও ভাতার থানার পুলিশ তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ।তাদের মধ্যে গুরুতর জখম দের বর্ধমানের স্থানান্তরিত করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান বাসটি দ্রুতগতির জন্য এই ধরনের দুর্ঘটনা। জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, দুর্ঘটনাগ্রস্থ বাস থেকে ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে ।তাদের মধ্যে ২৬ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে দু তিনজন গুরুতর জখম হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *