সব-পেয়েছির দেশে সমরেন্দু চক্রবর্ত্তী

Spread the love

সব-পেয়েছির দেশে
সমরেন্দু চক্রবর্ত্তী

সকাল বেলায় ফুলের দোলায়
রোদের হাসি উঠল ভাসি,
তোমার মুখের অমল হাসি
সর্বক্ষণ হৃদয় ভরে ভালবাসি!
জগৎ মাঝে যত ভালো
যেথায় আছে যত আলো,
ঘিরুক তোমায় সকল দ্যুতি,
দুই নয়ানে প্রেম সুধা ঢালো!

ওরে, প্রিয়া মোর রয়েছে দূরে
কোন সে এক অচীন পুরে,
ওগো বাতাস মোর সঙ্গী হবে?
উড়িয়ে নিয়ে যাবে মোরে!
হাওয়ার ডানায় ভর করে
মিলাব হৃদয় তোমার সনে,
জানবে না কখন তোমার জানলা
বেয়ে কইবো কথা কানে কানে,
আঁকব চুমা কপোল পরে চমকে উঠে
ভাববে বুঝি স্বপন- গেছে ভেঙে!

আমার গন্ধে ভরবে ঘর খুলবে
দুয়ার ছুটবে তুমি ছুটবে –
সোজা বনের মাঝে, পথে প্রান্তরে,
হাটের চালায়, মাঠে নদীর ঘাটে!
বসবে সেথায় মুখ ঢাকি,
আঁখি অশ্রুজলে ভরে,
বাজবে ঢাক বাজবে বক্ষে
আজি- বিসর্জনের সুরে!

তখন আমি মাঝ নদীতে বাইছি দাঁড়
জীবনভার মন-মাঝির সনে –
এসেছে জোয়ার জীবন-নদে দলিত বাণী
ডাকছে মোরে ক্ষণেক্ষণে সর্বক্ষণে!
শেষের দেখা রইল বাকি রহিনু পড়ে
জনস্রোতে চলেছি ভেসে ভেসে–
ঠিক তখনই মুখটি তুলে দেখলে চেয়ে নদীর পানে ডাকলে এস ফিরে- আমি তখন সব-পেয়েছির দেশে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *