সমাজসেবার ব্রত নিয়ে এগ্রিঃ মার্কেটিং সোসাইটি

সমাজসেবার ব্রত নিয়ে এগ্রিঃ মার্কেটিং সোসাইটি

সেখ সামসুদ্দিন, ১৪ সেপ্টেম্বরঃ আনুষ্ঠানিক কোন উদ্বোধন নয়, সমাজ সেবায় ব্রত। বিশ্বকর্মা পুজো উপলক্ষে দি সেন্ট্রাল কো-অপারেটিভ এগ্রিঃ মার্কেটিং সোসাইটি লিমিটেডের বিক্রিয়েশন ক্লাবের সমাজসেবা মূলক উদ্যোগ। মেমারি মকদম মার্কেট এলাকার শান্তিরঞ্জন তথা দি সেন্ট্রাল কো-অপারেটিভ এগ্রিঃ মার্কেটিং সোসাইটির প্রাঙ্গনে দুইটি কর্মসূচি পালিত হয়। যার মধ‍্যে একটি হলো বর্ধমান শিবশঙ্কর সেবা সমিতি রশ্মি ব্লাড ব্যাংকের সহযোগিতায় পঞ্চাশ ইউনিট রক্তদান এবং অপরটি হল বর্ধমান বেঙ্গল ফেথ হসপিটালের সহযোগিতায় শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা, যার মধ্যে জেনারেল মেডিসিন, চক্ষু পরীক্ষা ও ইসিজি অন্যতম। সোসাইটির প্রশাসনিক আধিকারিক তপন কুমার গণ এবং ম্যানেজার সুজিত কুমার নন্দী জানান সাধারণ মানুষের সেবার্থে এই ধরনের সমাজ সেবামূলক কাজে তারা থাকেন এবং মানুষের পাশে থাকতে চেষ্টা করেন।

Leave a Reply