সল্টলেকে এইচপি ঘোষ হসপিটালে প্রথম স্মার্ট ফোনের মাধ্যমে ইন্টারসিটি কেয়ার ইউনিট চালু করলো
। আজ কলকাতার সল্টলেক এইচ,পি,ঘোষ হসপিটালে এন্টেসিভ কেয়ার ইউনিট আই,সি, ইউ জোট বাঁধবে স্মার্টফোনের সঙ্গে গুরুতর অসুস্থ রোগীকে স্বচক্ষে দেখে চিকিৎসার ব্যবস্থা জেনে নিতে পারবেন রোগীর শারীরিক অবস্থা গতিসুলতা ডাক্তারবাবু। কলকাতা পূর্ব ভারতের প্রথম স্মার্ট আই সি ইউ শুরু হল সল্টলেকের এইচপি ঘোষ হসপিটালে।ইস্টান ইন্ডিয়ার হার্ড কেয়ার এন্ড রিসার্চ ফাউন্ডেশনের অগ্রণী এইচপি ঘোষ হসপিটাল কলকাতা তথা পূর্ব ভারতের অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেরা চিকিৎসার প্রতিশ্রুত বলে জানান। হাসপাতাল চিপ এক্সিকিউটি অফিসার সোমনাথ ভট্টাচার্য, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডক্টর হীরক ভট্টাচার্য, ডক্টর তৃনাঞ্জন সারেঙ্গীর তত্ত্বাবধানে সর্বপ্রথম এন্টেসিভ কেয়ার ইউনিট স্মার্টফোনের মাধ্যমে চালু হলো। সল্টলেক থেকে শুভ ঘোষের রিপোর্ট।