সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে ডেপুটেশন
সেখ সামসুদ্দিন, ২০ ফেব্রুয়ারিঃ সাংবাদিককে গ্রেপ্তারের প্রতিবাদে সরব হল ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখা। মঙ্গলবার জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডলের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের পক্ষে জানান হয়, সন্দেশখালিতে যেভাবে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার করা হয়েছে তারা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একইসঙ্গে তার মুক্তির দাবি করা হয়। সেইসঙ্গে আগামী লোকসভা নির্বাচনে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার দাবিও করা হয়।