সাম্প্রদায়িক ভেদাভেদ ভূলে ঐক্যের বার্তা সিয়ামত আলীর

Spread the love

ক্রীড়ানুষ্ঠানে বিভেদ ভূলে ঐক্যের বার্তা সিয়ামত আলীর

নিজস্ব প্রতিনিধি, 
সোমবার দক্ষিণ ২৪ পরগনার লক্ষীকান্তপুরে  ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান  ‘বিভেদ নয় ঐক্য চাই’ এর আহবান জানালেন সিয়ামত আলি।তিন দিনব্যাপী ক্রীড়া সংস্কৃতি ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলে দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার থানার নীলাম্বর পুর সবুজ সাথি সংঘের আয়োজনে। তিন দিনব্যাপী  ক্রীড়া  ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ‘প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনে’র রাজ্য সভাপতি জনাব সিয়ামত আলী বলেন -“বর্তমান দেশের পরিস্থিতিতে আমাদের কে সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধভাবে  এগিয়ে আসতে হবে । যারা দেশের সংবিধান বিরোধী গণতন্ত্রবিরোধী এমনকি মানবতাবিরোধী তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতেই হবে। যারা এই বিভেদকামী খেলাতে  মেতেছে তাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে। বাংলার প্রতিটি শান্তিপ্রিয় মানুষের নিকটে আমাদের এই আহ্বান আরো বেশি বেশি করে তুলে ধরতে হবে বিভেদ নয় ঐক্য চাই দাঙ্গা নয় শান্তি চাই”।উপস্থিত ছিলেন মন্দিরবাজার ব্লক সভাপতি শ্রী অলক ভটচাজ।  পি ওয়াই এফ এর জেলা সভাপতি ও শিক্ষক মাওলানা জাকির হোসেন বলেন – ” এবাংলা সম্প্রীতির পীঠস্থান এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। যারা ধর্মবিদ্বেষ নেমেছেন তাদের বিরুদ্ধে আরও জোরালোভাবে লড়াইয়ের ময়দানে নামতে হবে”। সভায় ছিলেন  মিজানুল হক, রাজ্য কমিটির সহ-সম্পাদক জাহাঙ্গীর ইসলাম,কর্মদক্ষ আব্দুল্লাহ গাজী , নূর মোহাম্মদ গাজী, ক্লাবের সভাপতি হামির চাঁদ সম্পাদক সাজারুল গায়েন আব্দুল হাকিম আবু উবাইদা সহ স্থানীয় নেতৃবৃন্দরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *