শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:–মহাষষ্ঠীর শুভ সন্ধ্যায় সারেঙ্গা ব্লকের বানপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সূচনা করা হলো সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তথা সাংবাদিক সাধন মন্ডল ও সারেঙ্গা থানার সাব ইন্সপেক্টর সুশান্ত মন্ডল। এই উপলক্ষে এদিন সন্ধ্যায় একটি সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে এলাকার ক্ষুদে শিল্পীরা অংশগ্রহণ করে উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে আগামী দশমী পর্যন্ত এই মঞ্চে নানার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে বলে দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে কমিটির সম্পাদক গোপাল পাল বলেন এটি আমাদের দশম বর্ষের পুজো। আমরা পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অনুদান পেয়েছি। সারেঙ্গা থানা পুলিশ প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে চলেছেন। সেদিন অন্যান্যদের মধ্যে গ্রামের বয়স্ক ব্যক্তিত্ব রা ছাড়া উপস্থিত ছিলেন চিলতোড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নেপাল পাল, বিশিষ্ট চিকিৎসক গঙ্গাধর চ্যাটার্জী, পুরোহিত আলোক চক্রবর্তী সহ বিশিষ্ট মানুষ জন। উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক সাধন মন্ডল বলেন আজ আমরা এক নারীর পুজোয় ব্রত হয়েছে অথচ বর্তমান যুগে আমরা গর্ভের কন্যা সন্তানকে হত্যা করছি যা কখনোই কাম্য নয়। কন্যা ভ্রূণ হত্যা বন্ধ হওয়া উচিত ও কন্যা সন্তানদের ভালো হবে শিক্ষাদান করলে তারা ছেলেদের থেকে কোন অংশে কম নয়। তা বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার কন্যা সন্তানদের শিক্ষিত করে তুলতে নানান রকম পরিকল্পনা গ্রহণ করেছেন যার মধ্যে অন্যতম প্রাক প্রাথমিক শ্রেণী থেকে বিনামূল্যে শিশুদের পোশাক, খাবার, পাঠ্য পুস্তক, জুতো প্রদান থেকে শুরু করে আগামী দিনে সাইকেল কন্যাশ্রী এমনকি রুপশ্রী প্রকল্প চালু করেছেন যা সারাদেশে দৃষ্টান্ত।কবির কথায় কোন কালে হয়নিকো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষী নারী।
সারেঙ্গায় পুজো উদঘাটনে শিক্ষারত্ন শিক্ষক
