সারেঙ্গা চক্র সম্পদ কেন্দ্রে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন
:—-সাধন মন্ডল বাঁকুড়া:——আজ ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস ।এই উপলক্ষে সারা রাজ্য জুড়ে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পিছিয়ে নেই জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকও । বাঁকুড়া জেলা সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে সারেঙ্গা চক্র সম্পদ কেন্দ্রের পরিচালনায় আজ সারেঙ্গা চক্র সম্পদ কেন্দ্রে পি মোড় স্থিত কার্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয় সেখানে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা ও পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের প্রবন্ধ প্রতিযোগিতা হয় ।সফল প্রতিযোগীদের হাতে একটি করে জ্যামিতি বাক্স পুরস্কার হিসেবে দেওয়া হয়। তাছাড়া সমস্ত প্রতিযোগিকে রং পেন্সিল এর প্যাকেট উপহার হিসেবে দেওয়া হয় খুশি আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়া খুদে পড়ুয়ারা। উপস্থিত শিশু পড়ুয়াদের ফুল দিয়ে সংবর্ধনা জানান সারেঙ্গা চক্রের বিদ্যালয় পরিদর্শক সোনালী মুর্মু। উপস্থিত ছিলেন এই কেন্দ্রের স্পেশাল এডুকেটর ধনঞ্জয় দত্ত, রীতা নস্কর সহ শিক্ষা বন্ধু কল্পনা পাত্র