সিআরপিএফ এর উদ্যোগে প্রীতি ভলিবল টুর্নামেন্ট ঘিরে ক্রীড়া প্রেমীদের ভীড়,খয়রাসোলে

Spread the love

সিআরপিএফ এর উদ্যোগে প্রীতি ভলিবল টুর্নামেন্ট ঘিরে ক্রীড়া প্রেমীদের ভীড়,খয়রাসোলে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- খেলা আর মেলা, মানুষের মিলনমেলা।জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের পাশাপাশি জনগণের সাথে সিআরপিএফ এর নিবিড় সম্পর্ক যোগ স্থাপনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় প্রীতি ভলিবল প্রতিযোগিতা।উদ্যোক্তা, ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন জি/১৬৭ ব্যাটালিয়নের খয়রাসোল ক্যাম্পের সিআরপিএফ বাহিনী।খয়রাশোল ব্লক সংলগ্ন তথা সিআরপিএফ ক্যাম্পের মাঠে জেলার খয়রাসোল,কাঁকরতলা,রাজনগর সহ বিভিন্ন থানা এলাকার গ্রাম থেকে ১০টি ভলিবলের দল এদিনের খেলায় অংশগ্রহণ করে।
চূড়ান্ত পর্যায়ের খেলায় সিআরপিএফ ভলিবল দল রাজনগর রমজুপাড়া ভলিবল দলকে পরাজিত করে বিজয়ীর শিরোপা অর্জন করে।
খেলা শেষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি, ম্যান অফ দি ম্যাচ,ম্যান অফ দি সিরিজ,মেডেল ইত্যাদির মাধ্যমে খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।উপস্থিত অতিথিবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বর্তমানে মোবাইল ফোনে আশক্ত যুব সমাজের লক্ষ্যে বলেন খেলাধুলা বা শরীর চর্চায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে,শরীর নীরোগ থাকে, বন্ধুত্বপূর্ণ আচরণ গড়ে সর্বপরি মন- মানসিকতা ও ভালো থাকে। উপস্থিত ছিলেন জি/১৬৭ ব্যাটালিয়ন তথা খয়রাশোল ক্যাম্পের সিআরপিএফ এর এ্যাসিসট্যান্ট কমান্ড্যান্ট এল এল মিনা ও ইন্সপেক্টর সন্তোষ কুমার ঘোষ,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা,খয়রাশোল থানার ও সি সঞ্চয়ন ব্যানার্জী ও এস আই প্রশান্ত ব্যানার্জী,বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন অধিকারী,খয়রাশোল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শ্যামল কুমার গায়েন,স্থানীয় সমাজসেবী মাধব চন্দ্র লাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *