সিরাতুন্নবী উদযাপন রাওতারা মহেন্দ্রনাথ হাইস্কুলে,

Spread the love

সিরাতুন্নবী উদযাপন রাওতারা মহেন্দ্রনাথ হাইস্কুলে,

কবিরুল ইসলাম,  

দেশ ও জাতির ভেদাভেদ, কুসংস্কার থেকে মুক্তির জন্য মহানবী সাঃ এর আদর্শ অনুসরণ করা দরকার।শনিবার রাওতারা মহেন্দ্রনাথ মেমোরিয়াল হাইস্কুলে সিরাতুন্নবী উদযাপন হলো ।উত্তর ২৪ পরগনা জেলার বিরা রাউতারাম  মহেন্দ্রনাথ মেমোরিয়াল হাইস্কুলের সিরাতুন্নবী উদযাপন হয়। বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত কর হয় হয়। উপস্থিত ছিলেন শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় এর অধ্যাপক ডক্টর আবুল কালাম বলেন -‘বিশ্ব নবীর আদর্শ বর্তমান সময়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে জানা প্রয়োজন। তবেই ছাত্রছাত্রীরা মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠবে’। বিশ্ব নবীর সামাজিক জীবন বিভিন্ন দিকনির্দেশনা বলি উপস্থাপন করেন। পি ওয়াই এফ এর রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন -‘নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি সমস্ত মানুষের কল্যাণের জন্য এ পৃথিবীতে এসেছিলেন। শুধুমাত্র মুসলিমদের জন্য তিনি এসেছিলেন এটা সম্পূর্ণ ভুল ধারণা’। শিক্ষার প্রতি নবীজির বিভিন্ন নির্দেশনা গুলি তুলে ধরেন। বিভিন্ন ধর্মের প্রতি সহনশীলতার দিকগুলি উল্লেখ করা হয়। তার আদর্শই একমাত্র নেকি নেয় অন্যায়কে অন্যায় বলার ওর নির্ণয়ের সাহসিকতা যোগায়। সামাজিক সৌহার্দ্য ও মানুষের মধ্যে মানুষের মিল বন্ধন, দেশ ও জাতির কুসংস্কার থেকে মুক্তির জন্য বিশ্বনবীর আদর্শ প্রত্যেকের জীবনে বাস্তবায়িত করার আহ্বান জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন শিক্ষক সুশান্ত বিশ্বাস। মাহমুদুল হক তরফদার এর তত্ত্বাবধনায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সংঘটিত হয় সংঘটিত হয়,। প্রধান শিক্ষক জিয়াউল হক অনুষ্ঠানটি সংক্ষিপ্ত বক্তব্যের সমাপ্তি ঘোষণা করে। উপস্থিত ছিলেন হাবরা এক নম্বর পঞ্চায়েত সমিতির  শিক্ষা কর্মদক্ষ শামসুর হক, নারায়নপুর হাই স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন কুমার বসু,  সুশান্ত বিশ্বাস, সুরজিৎ পাল, শিক্ষক সেলিম, স্কুলের পরিচালন সমিতির কর্মকর্তা গন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *