সৌজন্যবোধ

Spread the love

সৌজন্যবোধ


দিলীপ কুমার বিশ্বাস

বিবেক হীন মানুষের মনে থাকে না সৌজন্যবোধ,
প্রতিহিংসা পরায়ণে সদা নিতে চায় প্রতিশোধ।
মায়া মমতা স্নেহ ভালবাসা যাদের হৃদয়ে নাই,
পরের ধন আত্মসাৎ করে আনন্দে তোলে হাই।
পিতা পুত্রের দ্বন্দ বিবাদ লেগেই থাকে রোজ,
পৃথক ঘরে বসত করে নেয় না কারো খোঁজ।
অর্থের লোভে বিভোর হয়ে অন্য কে দেয় জ্ঞান,
কোথায় রইলো সৌজন্যবোধ সেদিকে নেই ধ্যান।
ধর্মের কথা নেয় না কানে এমন বিবেক বুদ্ধি,
গঙ্গা জলে শরীর ভিজিয়ে মনটা করে শুদ্ধি।
পরনিন্দা পরচর্চায় বসে কাটায় সারাটা
দিন,
মনের মাঝে উল্লাস রেখে আনন্দে বাজায় বীণ।
ছাত্র শিক্ষক সুসম্পর্ক যায় না দেখা আর,
লাঠির ঘা’য়ে জখম করে মিটিয়ে নেয় ক্ষার।
বাঁকা চোখের চাহনি দিয়ে বলে অনেক কথা,
উদাস মনে তাকিয়ে দেখে অন্তরে বাড়ে
ব্যথা।
কোথায় যেন হারিয়ে গেছে পুরনো সেই দিন,
সৌজন্যবোধ ভুলে মানুষ হচ্ছে বিবেক হীন।
শান্তি ফিরুক সমাজের বুকে কাটিয়ে মোহ ঘোর,
জ্বলে উঠুক জ্ঞানের আলো খুলে মনের দোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *