“স্বপ্ন”

Spread the love

“স্বপ্ন”

কলমে- সেখ আব্দুল জব্বার ।
রামনগর, বর্ধমান, পশ্চিমবঙ্গ,ভারত।
২৮শে জৈষ্ঠ্য’১৪৩১ মঙ্গলবার , রাত্রি ১২টা ২৫ মিনিট , ইংরেজি ১১ই জুন’২০২৪ ।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

আবারও কোনোদিন ফিরবো জেনো তোমাদের কোলাহলের মাঝে,
জীবনের সুতোয় মালা গাঁথতে এই বাংলায়!
আমার জন্য হয়তোবা অপেক্ষা করবে বাঁশবন , খড়ি নদী, পৌষের সোনালী ফসলের মাঠ!
ফিরবো কোনদিন আবার শীতের কুয়াশা ভেদ করে পৌষের শিশির ভেজা নরম সকালে।
আসর জমাবো আবার পিঠে পুলি আর চড়ুইভাতির সংক্রান্তিতে…..!
হয়তোবা আসবো আবার সৈই শৈশব জমানো বসন্তের শিমুল আর পলাশের রঙিন মায়ায় !
গ্ৰীষ্মের স্তব্ধ দুপুরে হয়তো ফিরিবো এই আমি, তোমার নিস্প্রভ পর্ণকুটিরের নিকোনো উঠোনে !
যদি মানুষ না হতে পারি, পাখি হয়ে ফিরে আসার সখ আমার বহুদিনের!
আম, জাম, কাঁঠাল,কুলতলা ,লেবুতলা, হিজলের ভিড়ে,
ফিরবো জেনো একদিন চেনা সেই পদ্ম দিঘির ঘাটে!
শাপলা শালুক হয়ে ফুটে রব অবিরত… অনন্তকাল!
ফিরবো আবার একদিন ট্রাফিক জ্যামের ভীড়ে,এই অসুস্থ পৃথিবীর পরে!
কাঁঠালিচাঁপার গন্ধ ভেসে আসে আমার সারা শরীর জুড়ে, ছেলেবেলার মধুর স্মৃতি নিয়ে!
অশ্রুজলে ভিজে উঠবে শৈশবের চিড় ধরা রঙিন স্বপ্নগুলো!

কখনো মনে হয় মেঘ হব… ভেসে রব আকাশের গায়!
জমানো যত দুঃখ আর অভিমান, বৃষ্টি হয়ে ঢেলে দেবো পৃথিবীর পায় !
ফিরবো জেনো হয়তোবা নদী হয়ে , কুলু কুলু বইবো নিরবধি খরায় বন্যায় !
মাঠ, জঙ্গল, গ্ৰাম,শহর পার করে পৌঁছে যাবো বঙ্গোপসাগরে ঠিক একদিন!
কিশোরীর ইচ্ছের মতো মনে হয় স্মৃতির সিঁড়ি বেয়ে,
নীচে…… , আরও অনেক নীচে, নোনাজল ঘেঁটে, হাতড়ে বেড়াই,
তোমার/আমার নিবিড়, নিষ্পাপ ভালোবাসার নরম সুবাস !
একাকীত্ব আর নৈঃশব্দের পথে হাঁটতে হাঁটতে কবিতারা ভীড় করে নির্জন মনের গভীরে !
বিহ্বল হয়ে অনেক নতুন শব্দ সাজাই ভাঙনের সুরে !
আমার অদম্য আকাঙ্ক্ষায় পুড়ে যায় রূপকথার রাজকন্যা আর রাজপুত্র/ রাজ্যপাট সবকিছু……… !

তবুও আবারও ফিরবো আমি এই বাংলার মাঠে ,
পূর্ণিমার জোৎস্নায় ভরা মায়াবী আলোর উৎসবে…… ,
শীতের রাতে, নির্জন খোলা আকাশের নিচে বসে রবো লক্ষ্মীপেঁচার মতো নিঃশব্দে……. ,
শিকড় গজাবে আমার পায়ে…., প্রতীক্ষা ফুরাবে না তবুও….. !
নিশ্চুপ অশ্বত্থের মতো দাঁড়িয়ে রবো অনন্তকাল….. ,
হেমন্তের পাতা ঝরার করুণ শব্দ শুনবো বলে………..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *