স্বামী বিবেকানন্দ থ্যালাসেমিয়া ট্রাস্টের রক্তদান

Spread the love

স্বামী বিবেকানন্দ থ্যালাসেমিয়া ট্রাস্টের উদ্যোগে মহেশতলার গোপালপুর কুলতলা বাজার সংলগ্ন শুভদীপ ভিলায় গত ১৬ই জুলাই রবিবার রক্তদান উৎসবের আয়োজন করা হয়।৬৪জন রক্তদাতা মুমূর্ষু মানুষের জীবন রক্ষার জন্য এই উৎসবে সামিল হয়। এলাকার উদ্যোগী মানুষ প্রদীপ সরদারের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতি বছর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়ে চলেছে।এই উৎসবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক মাননীয় অশোক ঘোষ, সনৎ মন্ডল,অমিয় দাস, মুকুল মন্ডল, গৌরী নস্কর,প্রশান্ত মন্ডল, শিক্ষক এস এন ঝা,জয় মন্ডল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা য় ছিলেন মন্টু নস্কর ও শিক্ষক গিরিধারী চক্রবর্তী। সবশেষে মহৎপ্রাণ রক্তদাতা দের শুভেচ্ছা ও সমাজের সর্বস্তরের উপস্থিত মানুষ কে ধন্যবাদ জানান অন্যতম সংগঠক প্রদীপ সরদার। তার কথায়,”আমরা৩-৪জন বন্ধুদের পরিশ্রমে ও সহৃদয় গুটিকতক মানুষের সহযোগিতা য় এই সেবা মূলক কাজের সলতে আমরা জ্বালিয়ে চলছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *