স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মেগা রক্তদান শিবির, ইলামবাজারে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-
“প্রত্যাশা তোমার আমার সবার”- নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমীর সার্বিক সহযোগিতায় ইলামবাজারে একটি মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার।শিবিরে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি।এদিন নারী পুরুষ মিলিয়ে মোট ১৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। শিবিরে উপস্থিত ছিলেন ইলামবাজার থানার ওসি দেবাশীষ পণ্ডিত, রাজ্য রক্তদান আন্দোলনের অন্যতম নেতৃত্ব আইয়ুব আনসারী, মৃত্যুঞ্জয় সামন্ত, ডাক্তার রওশন, নুরুল হক, পিন্টু শেখ সহ আরো অনেকে। প্রত্যাশার সভাপতি আব্দুল খালেক মল্লিক জানান ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির দ্বিতীয় রাজ্য সম্মেলন বীরভূমে অনুষ্ঠিত হবে আগামী ২০২৫ সালে। সেই সম্মেলনকে সামনে রেখেই ধারাবাহিক রক্তদান শিবিরের সূচনা হলো আজকে এই শিবিরের মাধ্যমে। রক্ত দাতাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।সময়ের অভাবে অসংখ্য রক্তদাতাদের ফিরে যেতে হয় রক্ত না দিয়েই।