স্যাটের রায়দান না হওয়া অবধি ফুড ইন্সপেক্টর নিয়োগে স্থগিতাদেশ

Spread the love

মোল্লা জসিমউদ্দিন,

শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে জারি হলো ফুড ইন্সপেক্টর নিয়োগে স্থগিতাদেশ। এই স্থগিতাদেশ জারি থাকবে রাজ্য ট্রাইবুনালের রায়দান না হওয়া অবধি। ২ ফেব্রুয়ারিতে রাজ্য খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর নিয়োগে ৯৫৭ জনের নিয়োগপত্র হাতে পাওয়ার কথা ছিল।তার আগেই চাকরিপ্রার্থীদের মামলায় আটকে গেল এই নিয়োগ প্রক্রিয়া। মূলত নিয়োগে অস্বচ্ছতা এবং গোপনীয়তা ভাঙ্গার অভিযোগ রয়েছে দাখিল করা মামলায়। গত ২০১৮ সালে পিএসসির মাধ্যমে ১১ লক্ষ ৩৪৭ জন রাজ্যের ৩ হাজার পরীক্ষাকেন্দ্রে লিখিত পরীক্ষা দেয় নুন্যতম শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক।লিখিত পরীক্ষার পর ফলপ্রকাশ ঘটেনি, ইন্টারভিউ তো দূর অস্ত।ঠিক এইরকম পরিস্থিতিতে চলতি বছরের ২ ফেব্রুয়ারি রাজ্য খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর পদে শুন্যপদ পূরণ করতে ৯৫৭ জন পরীক্ষার্থী নিয়োগপত্র হাতে পেতেন।তার আগেই পিএসসির এহেন নিয়োগে অস্বচ্ছতা এবং গোপনীয়তা ভাঙ্গার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন বহু পরীক্ষার্থী। শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ফুড ইন্সপেক্টর নিয়োগে স্থগিতাদেশ জারী করা হলো। এই স্থগিতাদেশ জারি থাকবে রাজ্যের ট্রাইবুনালের এই সংক্রান্ত মামলার চুড়ান্ত নির্দেশ অর্থাৎ রায়দান না হওয়া অবধি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *