হাওড়া সান্তালিয়া পরিবারের বিশ্ব শান্তির উদ্দেশ্যে হোম যজ্ঞ
কবিগুরুর প্রয়াণ দিবস ও বর্তমান বাংলাদেশের শান্তি কামনায় উদ্দেশ্যে হাওড়া বিবেক আশা সংস্থার হেড অফিসের শুভ সূচনার উদ্দেশ্যে হাওড়া জেলার সভাপতি মাননীয় বাবলু সান্তালিয়ার ও পুত্র সিদ্ধার্থ সান্তালিয়া উদ্যোগে হাওড়া জগৎবল্লভপুর হেড অফিসে বিশ্বশান্তির ও বাংলাদেশের জনগণের অচল অবস্থায় পরিপ্রেক্ষিতে শান্তি ও শুভকামনা আশা নিয়ে শিব ঠাকুরের রুদ্র অভিষেক হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে শ্বেত পায়রা ও রাজহংস ও বিভিন্ন ধরনের পাখিকে উন্মুক্ত দিয়ে তাদের উড়িয়ে দেওয়া হয়।আজ সান্তালিয়া পরিবারের সবাই উপস্থিত ছিলেন এছাড়া হাওড়া জেলার তৃণমূলের মহিলা সভানেত্রী সন্তোষী সান্তালিয়া,মাইনোরিটি সেলের হাওড়ার নেতা ইসমুদ্দিন লালা, হাওড়া তৃণমূল কংগ্রেসের ২১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি স্বপন মন্ডল,হাওড়া বি-বেটরা পার্ক ক্লাবের সম্পাদক মৃত্যুঞ্জয় ঘোষ,তৃণমূল কংগ্রেসের রাজ্য নেত্রী হাওড়া জেলার রেখা রাও ও সমাজসেবী গীতা রায়। হাওড়া থেকে শুভ ঘোষ রিপোর্ট।