হায়নার আক্রমণে তালডাংরায় জখম ১

Spread the love

সাধন মন্ডল,

তালডাংরা ব্লকের ফুলমতি অঞ্চলের ফকিরডাঙ্গা গ্রাম সংলগ্ন জঙ্গলে হায়না জাতীয় এক বন্যপ্রাণীর আক্রমণে আহত আরতি লায়েক (৬০) তালডাংরা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আজ সকাল নটা নাগাদ তিনি জঙ্গলে ছাতু কুড়াতে গেলে হঠাৎ আক্রমণ করে এই বন্য জন্তুটি তার চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে তাকে উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। গ্রামবাসীরা বলেন আমরা গরিব মানুষ জঙ্গলের কাঠ,পাতা সংগ্রহ করি বিক্রি করি তা থেকে অর্থ উপার্জন করে সংসার চালাই। তাছাড়া এই বর্ষাকালে ও শরৎকালে জঙ্গলে নানান ছাতু ওঠে সেই সমস্ত ছাতু সংগ্রহ করে বাজারে বিক্রি করে থাকি। আজকের ঘটনাও ছাতু সংগ্রহ করতে গিয়েছিলেন আরতি লায়েক সেই সময় হঠাৎ তাকে আক্রমণ করে হায়না জাতীয় একটি বন্যপ্রাণী। ঘটনার শেষ খবর পাওয়ার পর্যন্ত জানা যায় তাকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *