হাসান কেন্দ্রে জাতীয় কংগ্রেসের সাংগঠনিক সভা
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আগামী ২০২৪ এর লোকসভা ভোটকে পাখির চোখ করে রামপুরহাট ২ ব্লক কংগ্রেসের উদ্যোগে শনিবার হাসন কেন্দ্রে জাতীয় কংগ্রেসের বুথ কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় কর্মীদের ব্যাপক সাড়ার ফলে নেতৃত্বগন বেশ উচ্ছসিত। জাতিয় কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ এদিন আলোচনা সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন যে আগামী দিনে আমাদের জাতীয় কংগ্রেসের সংগঠনকে আরো বৃহত্তর জায়গায় পৌঁছাতে হবে। বীরভূম যেমন একদা কংগ্রেসের ঘাঁটি ছিল পুনরায় আমরা এই বীরভূমকে কংগ্রেসের ঘাঁটি এবং শক্ত ঘাঁটিতে পরিণত করবো। বীরভূম জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুল শেখ বলেন মানুষ বর্তমানে নিজেদের ভুল বুঝতে পেরে তারা আবার একে একে কংগ্রেসের দিকে ফিরে আসছে। কেন্দ্রীয় সাম্প্রদায়িক দল বিজেপি ও রাজ্যের সাম্প্রদায়িক দল তৃণমূলকে যেকোনো প্রকারে উৎখাত করতে হবে। কারণ এরা ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে ভোট ব্যাংক করার চেষ্টা করে। তিনি আরো বলেন বর্তমানে সন্দেশখালিতে যেভাবে ক্রিয়া-কলাপ দেখা যাচ্ছে আগামী দিনে যেন সারা পশ্চিমবাংলাতে অনুরূপ কার্যকলাপ ছড়িয়ে পড়ে তার আগে থেকেই এই স্বৈরাচারী দলকে বাংলা থেকে উৎখাত করতে হবে। এদিনের দলীয় কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদ, জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুল শেখ, হাসান কেন্দ্রের ব্লক সভাপতি শাহজাহান মাস্টার সহ বিভিন্ন দলীয় কর্মীবৃন্দ।