হুগলি চেম্বার্স অফ কমার্সের প্রকাশ্য সমাবেশ

Spread the love

হুগলি চেম্বার্স অফ কমার্সের প্রকাশ্য সমাবেশ

সেখ সামসুদ্দিন, ৫ ডিসেম্বরঃ হুগলী চেম্বার অফ কমার্সের ডাকে পান্ডুয়া ব্লকের ব্যবসায়ীদের নিয়ে একটি প্রকাশ্য সমাবেশ করা হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন এফ টি ও পি সম্পাদক ও পশ্চিমবঙ্গ সরকারের টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে, হুগলী চেম্বার অফ কমার্সের সভাপতি অম্বিকা মান্না, সম্পাদক মধুসূদন বন্দ্যোপাধ্যায়, হুগলী চেম্বার অফ কমার্স চুঁচুড়া সাব ডিভিশনের সহ-সভাপতি সুদামা বালা, সম্পাদক শেখ মতিয়ার রহমান, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা, পান্ডুয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক গোপালচন্দ্র দে সহ ব্লকের তথা হুগলী জেলার ব্যবসায়ী সংগঠনের সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ। পান্ডুয়া ব্লকের সমস্ত ব্যবসায়ীদের সঙ্গবদ্ধ ও সুষ্ঠুভাবে ব্যবসা করার জন্য পান্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে জি টি রোড সংলগ্ন ফাঁকা জায়গায় সমাবেশ করা হয়। সমাবেশের দাবি সমূহ সকল ব্যবসায়ীদের পেনশন ভুক্ত করতে হবে, ব্যবসায়ীদের উপর কোন রকম অর্থনৈতিক জুলুমবাজি করা চলবে না, প্রত্যেক ব্যবসায়ীদের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে দিতে হবে। এছাড়াও আরো অন্যান্য দাবি সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরতে চাইছেন বলে জানান উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *