!! ৪১ তম “বীরভূম জেলা বইমেলা” উদ্বোধনে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী !!
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ২১ শে ডিসেম্বর বুধবার থেকে শুরু হচ্ছে ৪১ তম বীরভূম জেলা বইমেলা।বীরভূমের জেলা সদর সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে ৯৪ টি স্টল নিয়ে বসেছে এই বইমেলা।এদিন বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার উপাধ্যক্ষ তথা রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড.আশিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক তথা বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বিধায়ক অভিজিৎ সিনহা, জেলাশাসক বিধান রায়,জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী, প্রমুখ।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার দীর্ঘ বক্তব্যে রাজ্যের লাইব্রেরী উন্নয়নের নানা তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন।তাছাড়া ও মৌলানা আবুল কালাম আজাদের জীবনাদর্শের উপর আলোকপাত করেন। বর্তমান প্রজন্মের পড়ুয়াদের ভারতের সংবিধান পড়ার পরামর্শ ও দেন তিনি।উপস্থিত অন্যান্য বক্তারা তুলে ধরেন বই ও বইমেলার নানা কথা।‘স্বাধীন ভারতের প্রথম ও আদর্শ শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ এর আদর্শে আলোকিত এবারের বইমেলায় প্রতিদিনই থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কথাশিল্পী বরুন দাস।