৪২তম জেলা যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাঁকুড়ার সোনামুখীতে
। সাধন মন্ডল বাঁকুড়া:—–
বাঁকুড়া জেলা যোগ এসোসিয়েশন এর পরিচালনায় সোনামুখী বিষ্ণু যোগা একাডেমী র ব্যবস্থাপনায় ৪২তম জেলা যোগাসন ক্রীড়া প্রতিযোগিতা আজ ২৮শে জুলাই রবিবার
সোনামুখী উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো।প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এর সম্পাদক কৃত্তিবাসানন্দ মহারাজ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুখী থানার আই সি সুপ্রিয় রঞ্জন মাজি,জেলা সম্পাদক রবীন মণ্ডল, আয়োজক সংস্থার সভাপতি
মলয় পাল প্রমুখ।প্রতিযোগিতায় জেলার বিভিন্ন
ব্লক থেকে ৪২৬জন প্রতিযোগী বয়স ভিত্তিক৬টি বিভাগে অংশ গ্ৰহণ করে ।অনুর্ধ ৮বিভাগে প্রথম আয়ুষ সেন, কৌষানী পাল
৮-১০বিভাগে অরিত্র পাল, শরন্যা দে ১০-১২সমাপ্তি সেন,
সেখ হিদায়েত
১২-১৪ অস্মিতা ঠাকুরা, সৌরভ চন্দ্র ১৪-১৬ সৌরদীপ
পাল, হিয়া পারভিন ১৬-১৮
বিপ্রতীপ ব্যানার্জী, প্রীতি শীট
১৮বছরের উর্ধে সাত্তিক ভট্টাচার্য, পল্লবী ঘর সেন।
সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এর উপাচার্য্য
ড:গৌতম বুদ্ধ সুরাল ,দীপান্বিতা বন্দোপাধ্যায় রাজ্য বিচারক অমরেশ গায়েন রাজ্যকমিটির সহ সম্পাদক নিরূপ দে সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।
সফল প্রতিযোগীরা রাজ্য প্রতিযোগিতায় নামার সুযোগ পাবে। অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মহারাজ সহ উপস্থিত অতিথিবৃন্দ যোগ ব্যায়ামের উপকারিতা ও তার প্রয়োজনীয়তা নিয়ে বিশদ বক্তব্য রাখেন। বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রথম শ্রেণী থেকেই যোগ ব্যায়ামের উপর বিশেষ ক্লাস থাকা বাঞ্ছনীয় বলে অতিথিবৃন্দ ও উদ্যোক্তারা মনে করেন।