কবিতার নাম – যদি এমন হয়

Spread the love

যদি এমন হয়
তানেয়া মুখার্জ্জী

মানুষ যদি হয় একটু গৃহবাসী,
প্রকৃতি মাতবে উল্লাসে;
গাছেরা মেলবে তার ডালপালা
নির্ভয় আর উচ্ছাসে।

পাখিরা তখন জমাবে আসর,
কাঠবিড়ালী হবে চৌকিদার;
ফুল-ফলে সাজানো থাকবে বাগান,
থাকবেনা কোনো দাবিদার।

বাতাসে থাকবে না ধোঁয়া বা ধুলো,
আকাশ হবে নির্মল ভাই;
তরুদল মাথা দুলিয়ে ডাকবে
“ওরে ছোট্টরা দৌড়ে আয়”।

One thought on “কবিতার নাম – যদি এমন হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *