নাট্য ব্যক্তিত্ব পৃথ্বীশ রাণা সংবর্ধিত হবেন ধূমকেতু পত্রিকার শতবর্ষ অনুষ্ঠানে

Spread the love

নাট্য ব্যক্তিত্ব পৃথ্বীশ রাণা সংবর্ধিত হবেন ধূমকেতু পত্রিকার শতবর্ষ অনুষ্ঠানে

ফারুক আহমেদ

নাট্য ব্যক্তিত্ব পৃথ্বীশ রাণা সংবর্ধিত হবেন ধূমকেতু পত্রিকার শতবর্ষ অনুষ্ঠানে ১৯ মার্চ রফি আহমেদ কিদোয়াই রোডের উর্দু অ্যাকাডেমি সভাঘরে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন জমে উঠবে, জানিয়েছেন নতুন গতি পত্রিকার সম্পাদক সমীপেষু।

নাট্য জগতের কিংবদন্তি দেবশঙ্কর হালদার পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির চেয়ারম্যান শিশির মঞ্চে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি পুরস্কার তুলে দিয়েছিলেন গত বছর বিশিষ্ট কারিগরি শিল্পী পৃথ্বীশ রাণার হাতে।

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাটকের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য রাজ্যের ২০ জন অভিনেতা, অভিনেত্রী, নাট্যকার, নির্দেশক, বিকল্প ধারার নাট্যশিল্পী ও নেপথ্য শিল্পীদের পুরস্কৃত করা হয়। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি পুরস্কার পেলেন বিশিষ্ট নাট্যকর্মী ও কারিগরি শিল্পী পৃথ্বীশ রাণা।

২৫ জুন ২০২২ শনিবার বিকেল ৪ টেয় শিশির মঞ্চে-এ এই পুরস্কার প্রদান করা হয় পৃথ্বীশ রাণা সহ ২০ জনকে।

পৃথ্বীশ রাণা নাট্য জগতের একজন স্বনামধন্য প্রাণপুরুষ। পৃথ্বীশ রাণা পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি পুরস্কার পাওয়ায় তাঁর গুণমুগ্ধরা খুবই আনন্দিত হয়েছেন।

পৃথ্বীশ রাণার জন্ম ২৪ অগাস্ট। খুব ছোট বয়সে নাটক চর্চায় হাতেখড়ি হলেও ২০০৯ সালের শেষকালে কালিন্দী ব্রাত্যজন নাট্যদলে যোগদান করেন। নাট্যগুরু ব্রাত্য বসুর অভিভাবকত্বে ধীরে ধীরে বিভিন্ন প্রযোজনায় মঞ্চ পরিকল্পনা, আলোক পরিকল্পনা বা কারগরী সহায়তা ইত্যাদি বিভাগে নিজের শৈল্পিক চেতন ও নৈপুণ্যতার প্রকাশ ঘটান।

২০২০ এবং ২০২১ সালে পৃথ্বীশের উল্লেখযোগ্য কাজগুলি হল বিনয়ের জীবন, পিতৃভূমি, খোকাদা ইত্যাদি।

পৃথ্বীশ রাণা মঞ্চ পরিকল্পক বা আলোক পরিকল্পক হিসেবে ক্যানভাসার, ব্যোমকেশ, জায়মান, আনন্দীবাঈ, চন্দ্রগুপ্ত, হাজু মিঁঞার কিসসা, পদ্মগোখরো, তক্ষক, য্যায়সা কা ত্যায়সা, চিরকুমার সভা, হড়পা বান, হাঁসুলী বাঁকের উপকথা, অথৈ জল, জতুগৃহ, কাঁকড়া, মুম্বাই নাইটস্, অমূল্যর ডাইরি, মেঘে ঢাকা তারা, বোমা, পড়ে পাওয়া ষোল আনা, তিন তস্কর, ভয়, অরণ্যদব, দেবদাস, বিবর, উলঙ্গ প্রজা পরিহিত রাজা, ট্যাঙ্কি সাফ, গিরিগিটি, নাসিকা পুরাণ, আলাউদ্দিন ও পদ্মাবতী এছাড়াও বিভিন্ন নাটকে নিজের কর্মদক্ষতা
প্রদর্শন করেন।

ছোটদের নিয়ে থিয়েটার করেছেন বেশ কিছু। যেমন তাসের দেশ, লক্ষ্মণের শক্তিশেল, চাঁদের পাহাড়, ডমরু চরিত কথা, ভোম্বল সর্দার, পান্ডব গােয়েন্দা প্রভৃতি নাটক।

কারিগরী সহায়ক হিসেবে কাজ করেছেন চেনা দুঃখ চেনা সুখ, সিনেমার মতো, কে?, অপােরশন ২০১৪, আলতাফ গোমস্, অদ্য শেষ রজনী, ২১ গ্রাম, পাঁচের পাঁচালী, মীরজাফর প্রভৃিত নাটকে।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনস্ত মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রে বেশ কিছু বছর কো-অর্ডিনেটর পদে চাকরি করেন পৃথ্বীশ রাণা।

শিক্ষাগুরু ব্রাত্য বসুর নাট্যধর্মে দীক্ষিত পৃথ্বীশ বেশকিছু সম্মান অর্জন করেন কলকাতা ও বিভিন্ন জেলার থিয়েটার দলগুলি থেকে। তারমধ্যে হাওড়া ব্রাত্যজন সম্মান, স্বপ্নদর্শী সম্মান, বালিগঞ্জ রেইনেবা থিয়েটার সম্মান, বিজন ভট্টাচার্য স্মারক সম্মান, হাওড়া নাট্যজন সম্মান, আগরপাড়া থিয়েটার পয়েন্ট সম্মান, যাদবপুর মন্থন সম্মান, অশোকনগর প্রতিবিম্ব সম্মান, গোবরডাঙা শিল্পায়ন সম্মান, রমাপ্রসাদ বণিক স্মারক সম্মান ইত্যাদি উল্লেখযাগ্য।

২০২২ সালে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি পুরস্কার পেলেন পৃথ্বীশ রাণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *