বন্ধ থাকলো কালাবাবার উরশ উৎসব ও মেলা

Spread the love

খায়রুল আনাম সম্পাদক সাপ্তাহিক বীরভূমের কথা,

 বন্ধ থাকলো কালাবাবার উরস উৎসব ও মেলা
       
সর্বধর্ম সমন্বয়ের যে উৎসব এবং মেলা বীরভূমে  বসে থাকে তারমধ্যে উল্লেখযোগ্য জায়গায় রয়েছে জেলা সদর শহর সিউড়ীর পার্শ্ববর্তী পাথরচাপুড়ির দাতা বাবার মেলা।  করোনা আবহে এক বছর এই মেলা না বসলেও বিগত চৈত্র মাসে অনাড়ম্বরভাবে এই মেলা অনুষ্ঠিত হয়েছিলো।     ঠিক সে ভাবেই গত বছর জেলার আরও একটি সর্বধর্ম সমন্বয়ের মেলা রামপুরহাটের কাষ্ঠগড়া গ্রামের শেষ বৈশাখের  কালাবাবার উরস উৎসব ও মেলা বন্ধ রাখা হয়েছিলো। এবারও তার ব্যতিক্রম ঘটলো না। এবারও মহা সমারোহের সঙ্গে অনুষ্ঠিত হলো না কালাবাবার উরস উৎসব ও মেলা। রামপুরহাটের  কাষ্ঠগড়া ও গুব গ্রামের মাঝে নির্জন জায়গায় রয়েছে কালাবাবার  মাজার।  মাজারের চারপাশ গাছগাছালিতে ঢাকা থাকায় এখানকার পরিবেশও বেশ নির্জন।  সারা বছর ধরেই দূরদূরান্তের মানুষজন মনস্কামনা পুরণের জন্য এখানে   এসে সিন্নি দান করেন। আবার অনেকেই এখানকার মাজার বা কালাবাবার সমাধির উপরে মূল্যবান চাদর চড়িয়ে যান। এখানকার নির্জন পরিবেশে তাঁরা রান্নাবান্না করে খাওয়াদাওয়াও করেন।  বৈশাখের শেষের উরস উৎসব ও মেলায় এখানে মেলাও বসে যায়। অজস্র মানুষের কোলাহলে এই একটি সময়েই এখানে নিস্তব্ধতা ভঙ্গ হয়। সারা বছর ধরেই কালাবাবা নির্জনে, নিস্তব্ধতার মধ্যে থাকতে ভালো বাসেন বলে এই  অঞ্চলের মানুষ বিশ্বাস করেন। তাই এই বার্ষিক উরস উৎসব ও মেলায় হাজার হাজার মানুষ সমবেত হলেও, অন্য সময় কালাবাবার মাজার নিস্তব্ধই থেকে যায়।।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *