যশোরে প্রাচ্যসংঘের মৈত্রী চিত্রভাষ

Spread the love

দীপঙ্কর সমাদ্দার

বাংলাদেশের যশোর শহরে প্রাচ্যস়ংঘে অনুষ্ঠিত হলো “মৈত্রী চিত্রভাষ” নামাঙ্কিত একটি চিত্র প্রদর্শনী ।এই প্রদর্শনীর আয়োজক ছিল সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদ। পরিষদের এটা ছিল তৃতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে সদ্যপ্রয়াত চিত্রশিল্পী সোহেল প্রাননের মা সালেহা বেগম। পরিষদের পক্ষে  সম্মানিত করা হয় সালেহা বেগমকে।  স্বাগত ভাষণ দেন সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের সহ-সম্পাদক ডক্টর শান্তনু সেনগুপ্ত ,উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী সুশান্ত সরকার , অধ্যাপক শিল্পী এ এফ এম শিপু মনিরুজ্জামান ,  যশোর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম , প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ দু’দেশের শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। উদ্বোধনের দিন আবৃত্তি পরিবেশন করলেন চিত্রশিল্পী দীপঙ্কর সমাদ্দার,  গান, ও নৃত্যে সমাদৃতা সরকার অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শকবৃন্দের মন জয় করে নিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জনসমাগম চোখে পড়ার মতো,উদ্বোধনী অনুষ্ঠানের শেষে অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের গুণী মানুষেরা চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং উচ্ছাস প্রকাশ করে জানালেন এমন একটি শিল্প বন্ধন তৈরি হল দুই দেশের মধ্যে এর জন্য ধন্যবাদ জানালেন সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি ও পরিষদ ও বেনজিন খান মহাশয় কে । অনুষ্ঠানের শেষে সংস্থার পক্ষ থেকে বিশিষ্ট চিত্রশিল্পী এস এম সুলতান সাহেবের উপরে একটি তথ্য মূলক সিনেমা দেখানো হয়।যশোর এবং যশোর কেন্দ্রিক আশপাশ শহর থেকে প্রচুর শিল্প প্রেমী মানুষদের আগমন ঘটেছিল প্রদর্শনের প্রথম দিন থেকেই।। শিল্প শিবিরে উপস্থিত হলেন স্থানীয় চিত্রশিল্পীরা তারা অভিভূত হয়ে জানালেন ভারতবর্ষের চিত্রশিল্পীদের ছবির চিন্তাধারা এবং বাংলাদেশের শিল্পীদের চিন্তাধারা সত্যি প্রশংসার দাবি রাখে।যেহেতু ফেব্রুয়ারি মাস বাংলাদেশের একটা ভাষার আবেগের মাস একথা মাথায় রেখে ভারতের চারজন চিত্রশিল্পী ভাষাকে ছবির বিষয়বস্তু করে অসাধারণ ছবি এঁকেছেন ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *