হলদি নদী থেকে উদ্ধার তিন নিখোঁজ মৎসজীবির লাশ

Spread the love

হলদি নদী থেকে উদ্ধার তিন নিখোঁজ মৎসজীবির লাশ

জুলফিকার আলি,
সোমবার সকালে দু দফায় তিন নিখোঁজ মৎসজীবির লাশ উদ্ধার হলো। মৃতেরা হলেন রুপেশ খাঁড়া ( ২০), কাশীনাথ শীট( ৪২), বিস্নু মাইতি ( ২৩)। মৃতদের দুজনের বাড়ি কাঁথি এলাকায়। গত পরশু দিন ১৪ জনের এক মৎসজীবির দল নোঙর করা ট্রলারে মাছ ধরতে গেলে ট্রলার উল্টে যায়।৯ জন নদী থেকে কোনরকম বেঁচে ফিরলেও ৫ জন নিখোঁজ ছিলেন। খারাপ আবহাওয়ার জন্য এই দুর্ঘটনা টি ঘটে। ভারী বৃষ্টি সহ নিম্নচাপের  জন্য সরকারি উদ্যোগে প্রচার করা হয়েছিল মাছ ধরতে না যাওয়াতে।  যারা নদীতে আছেন তাদেরকে বাড়ি ফিরে আসার জন্য অনুরোধ জানানো হয়েছিল।    ১১ জুন  গঙ্গায় বান আসবে সেই কথায় রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছিলেন। নদী পাড়ে এবং মাছ ধরতে কেউ যাবেন না বলা হয়েছিল।  ট্রলার উল্টে যায়  নন্দীগ্রামের  কেন্দেমারি জালপাই এর গঙ্গা মেলার ঘাটে। মা করুণাময়ী নামে এই  ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। প্রত্যক্ষদর্শীদের মতে গত পরশু রাত প্রায় পৌনে এগারোটার সময়ে হঠাৎই নোঙর করার সময়ই উল্টে যায় ট্রলারটি ।প্রথমে কাঁথি মহকুমার মশাগাঁ এলাকার  প্রদীপ মান্না নামে একজন মাঝি মারা গেছেন । এরপর গত রবিবার রাতে একজন এবং আজ সকালে দুজন মৎসজীবির লাশ উদ্ধার করে এনডিআরএফ  এবং নন্দীগ্রাম থানার পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *