কাঁথিতে রাজ্যব্যাপী ‘ছবি আঁকা’ প্রতিযোগিতা – আমার বাংলা বিষয়
জুলফিকার আলি,
কাঁথি: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিশু-কিশোর আকাদেমি এবং তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে রাজ্যব্যাপী ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার।
কাঁথি মহকুমা শাসকের সভাকক্ষে কাঁথি মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় হয়। অংশগ্রহণকারী শিশু-কিশোররা বাংলা ভাষা, সাহিত্য ও সৃজনশীলতাকে কেন্দ্র করে তাদের দক্ষতা প্রদর্শন করেন।
এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে সৃজনশীলতা ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকার। প্রতিযোগিতা শেষে মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অয়ন কুমার বিশ্বাস ও দুই বিচারক বিষ্ণু কান্তি জানা, বোধিস্বত্ব দাস স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন। দুটি বিভাগ মিলিয়ে ১১০ জন ছাত্র ছাত্রী অংশ নেয়। কাঁথি মহকুমা তথ্য আধিকারিক অয়ন কুমার বিশ্বাস সকলকে ধন্যবাদ জানান।
