আমিরুল ইসলাম ,
পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আলিনগরে সোমবার প্রাথমিক পড়ুয়াদের জন্য একটি ফ্রি কোচিং স্কুলের উদ্বোধন করা হল। উদ্বোধনে ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতার থানার ওসি অরুনকুমার সোম, স্কুল পরিদর্শক মৌমিতা সরকার, ভাতার পঞ্চায়েতের প্রধান পরেশনাথ চক্রবর্তী বিশিষ্ট সাংবাদিক ধীমান রায়, সুদিন মন্ডল সহ বিশিষ্টজনরা। আলিনগর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ জয়নাল আবেদিন তাঁর ব্যক্তিগত উদ্যোগে এই ফ্রি কোচিং সেন্টার চালু করলেন এদিন।এখানে আশপাশের গ্রামের পড়ুয়ারা বিভিন্ন বিষয়ে ক্লাস করতে পারবে। তাদের জন্য বিনামূল্যে সকাল সাতটায় ও দশটার সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে। এছাড়া দুর দুরদুরান্তের দুস্থ পরিবারের পড়ুয়ারা আবাসনে থেকে পড়াশোনার সুযোগ পাবে। জয়নাল আবেদিনের এই উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই। উদোক্তা জানান -‘ আবাসনের ভিত্তি স্থাপন হল।আবাসন নির্মাণের কাজ দ্রুত শুরু হচ্ছে। মূল উদ্দেশ্য বাচ্চারা যাতে ইস্কুল ছুট না হয়’।
ভাতারের আলিনগরে প্রাথমিক পড়ুয়াদের জন্য একটি ফ্রি কোচিং স্কুল
আমিরুল ইসলাম ,
পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আলিনগরে সোমবার প্রাথমিক পড়ুয়াদের জন্য একটি ফ্রি কোচিং স্কুলের উদ্বোধন করা হল। উদ্বোধনে ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতার থানার ওসি অরুনকুমার সোম, স্কুল পরিদর্শক মৌমিতা সরকার, ভাতার পঞ্চায়েতের প্রধান পরেশনাথ চক্রবর্তী বিশিষ্ট সাংবাদিক ধীমান রায়, সুদিন মন্ডল সহ বিশিষ্টজনরা। আলিনগর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ জয়নাল আবেদিন তাঁর ব্যক্তিগত উদ্যোগে এই ফ্রি কোচিং সেন্টার চালু করলেন এদিন।এখানে আশপাশের গ্রামের পড়ুয়ারা বিভিন্ন বিষয়ে ক্লাস করতে পারবে। তাদের জন্য বিনামূল্যে সকাল সাতটায় ও দশটার সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে। এছাড়া দুর দুরদুরান্তের দুস্থ পরিবারের পড়ুয়ারা আবাসনে থেকে পড়াশোনার সুযোগ পাবে। জয়নাল আবেদিনের এই উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই। উদোক্তা জানান -‘ আবাসনের ভিত্তি স্থাপন হল।আবাসন নির্মাণের কাজ দ্রুত শুরু হচ্ছে। মূল উদ্দেশ্য বাচ্চারা যাতে ইস্কুল ছুট না হয়’।
আমিরুল ইসলাম ,
পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আলিনগরে সোমবার প্রাথমিক পড়ুয়াদের জন্য একটি ফ্রি কোচিং স্কুলের উদ্বোধন করা হল। উদ্বোধনে ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতার থানার ওসি অরুনকুমার সোম, স্কুল পরিদর্শক মৌমিতা সরকার, ভাতার পঞ্চায়েতের প্রধান পরেশনাথ চক্রবর্তী বিশিষ্ট সাংবাদিক ধীমান রায়, সুদিন মন্ডল সহ বিশিষ্টজনরা। আলিনগর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ জয়নাল আবেদিন তাঁর ব্যক্তিগত উদ্যোগে এই ফ্রি কোচিং সেন্টার চালু করলেন এদিন।এখানে আশপাশের গ্রামের পড়ুয়ারা বিভিন্ন বিষয়ে ক্লাস করতে পারবে। তাদের জন্য বিনামূল্যে সকাল সাতটায় ও দশটার সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে। এছাড়া দুর দুরদুরান্তের দুস্থ পরিবারের পড়ুয়ারা আবাসনে থেকে পড়াশোনার সুযোগ পাবে। জয়নাল আবেদিনের এই উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই। উদোক্তা জানান -‘ আবাসনের ভিত্তি স্থাপন হল।আবাসন নির্মাণের কাজ দ্রুত শুরু হচ্ছে। মূল উদ্দেশ্য বাচ্চারা যাতে ইস্কুল ছুট না হয়’।