মুগ্ধতার কবির সাফল্যের মুকুটে ফের নতুন পালক

Spread the love

মুগ্ধতার কবির সাফল্যের মুকুটে ফের নতুন পালক

কাজী নূর।। কবি রাজ পথিক মানেই মুগ্ধতা আর সেই মুগ্ধতার পরিপূরকও যেন স্বয়ং রাজ পথিক। বলা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে সমান জনপ্রিয় কবি, গীতিকার রাজ পথিকের কথা। ইতোমধ্যে রাজ পথিকের লেখা কবিতা এবং বাংলা গানে ভিন্নতার স্বাদ পেয়েছেন তার গুণমুগ্ধ পাঠক শ্রোতাগণ।
বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ অর্থাৎ দুই বাংলার প্রযোজনায় বাংলা নববর্ষ ১৪৩০ এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজ পথিকের লেখা ‘পূবাল হাওয়া’ শিরোনামে ভিন্ন স্বাধের সম্পুর্ণ নতুন একটি গান মুক্তি পেল। বিরহ, বিচ্ছেদকে উপজীব্য করে বাংলাদেশি কবি গীতিকার রাজ পথিকের লেখা ‘পূবাল হাওয়া’ গানটিতে সুর এবং কণ্ঠ দিয়েছেন কোলকাতার গানপাখি খ্যাত অঞ্জনা মণ্ডল। বাংলাদেশ থেকে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ঢাকাই চলচ্চিত্রের আরেক গুণী সঙ্গীত পরিচালক এ. এফ সৈকত। ‘পূবাল হাওয়া’ গানটির প্রমোশনাল ভিডিও প্রকাশের পর ইতোমধ্যে তা দুই বাংলার গানপ্রেমী শ্রোতাদের মধ্যে আশানুরূপ সাড়া জাগাতে সক্ষম হয়েছে। জানতে চাইলে কবি রাজ পথিক গণমাধ্যমকর্মীদের বলেন, দুই বাংলার শ্রোতামহলের কাছে তার কৃতজ্ঞতার শেষ নেই; কেননা বরাবরের মতো এবারো শ্রোতামহল তার লেখা গানের উপর ভরসা রেখেছেন। গানটি কণ্ঠে তুলে নেবার জন্য কোলকাতার কণ্ঠশিল্পী অঞ্জনা মন্ডলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজ পথিক। সঙ্গীতায়োজন এর জন্য ধন্যবাদ জানান এ. এফ সৈকত এর প্রতি।

এদিকে রাজ পথিকের লেখা গান পাশ্ববর্তী দেশের শিল্পীর সুর এবং কণ্ঠে প্রকাশ পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাহিত্য সংস্কৃতির পীঠস্থান যশোরের কবি সাহিত্যিক এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী। বিবৃতিতে তারা উল্লেখ করেন মফস্বলে থেকেও জাতীয় বা আন্তর্জাতিক মানের কিছু করা সম্ভব রাজ পথিক তার সবচে বড় উদাহরণ। আমরা কেউ কেউ মনে করি রাজধানী ঢাকাতে না গেলে প্রতিভা বিকাশ অসম্ভব! কিন্তু রাজ পথিক সে ধারণা সম্পুর্ণ বদলে দিলেন। তিনি প্রমাণ করে দিলেন প্রতিভা থাকলে কেউ তাকে আটকে রাখতে পারেনা। প্রতিভা থাকলে বিদেশের মাটিতেও ভালো কিছু করা যায়। রাজ পথিককে শুভেচ্ছা জানিয়ে যারা বিবৃতি দিয়েছেন তারা হলেন ইন্দো বাংলার সাংবাদিক কবি কাজী নূর, সাংবাদিক নন্দিনী নূর, কবি নূরজাহান আরা নীতি, সাংবাদিক গোলাম মোস্তফা মুন্না, কবি রবিউল হাসনাত সজল, সোনিয়া সুলতানা চাঁপা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *