দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, বেলঘড়িয়া,
প্লেসমেন্ট ও শিক্ষাক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতির জন্য সম্প্রতি এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৩-এ শীর্ষ স্থান পেল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা জগতের একাধিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদরা। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের তরফে এই সম্মান গ্রহণ করেন রেজিস্ট্রার প্রফেসর সৌভিক রায়চৌধুরী এবং স্কুল অফ মিডিয়া ও কমিউনিকেশন-এর অ্যাসোসিয়েট ডিন প্রফেসর আকাশদীপ মুনি।
এই সম্মান ও সাফল্যের মধ্যে দিয়ে প্রকাশিত হয় শিক্ষার প্রতি অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ এবং পড়ুয়াদের ভবিষ্যৎ এবং তাঁদের যথাযথ পরিবেশ গড়ে দেওয়ার ক্ষেত্রে তাদের একনিষ্ঠতা।