এবং মানুষ কবিতা উৎসব যেন কবিদের মিলনমেলা

Spread the love

এবং মানুষ কবিতা উৎসব যেন কবিদের মিলনমেলা

বাংলাদেশ করেসপন্ডেন্ট।। সাহিত্যবিষয়ক ছোটকাগজ ‘এবং মানুষ’ আয়োজিত ৭ম কবিতা উৎসব ১৭ জুন শনিবার রাজধানী ঢাকার বাংলা মোটরে অবস্থিত ‘বিশ্বসাহিত্য কেন্দ্র’ মিলনায়তনে ৪০১ নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উৎসবে প্রধান অতিথি ছিলেন ‘বাংলা একাডেমি’র সভাপতি, যশস্বী কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

বরেণ্য কথাসাহিত্যিক রফিকুর রশিদের সভাপতিত্বে এবং ‘ম্যাজিক লণ্ঠন’ সম্পাদক প্রথিতযশা কবি শাহিদা ফেন্সী’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দৈনিক দেশের কণ্ঠ’ এবং ‘ডেইলি এক্সপ্রেস’ পত্রিকার উপদেষ্টা সম্পাদক কবি নাসির আহমেদ, কবি মাহমুদ কামাল, কবি বিলু কবীর এবং ‘বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ’ এর সাধারণ সম্পাদক কবি কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘এবং মানুষ’ সম্পাদক এবং কবিতা উৎসবের প্রাণপুরুষ কবি ও সংগঠক আনোয়ার কামাল।

বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা, থানা এবং ইউনিয়ন পর্যায় থেকে আসা কবিদের অংশগ্রহণে কবিতা উৎসব মুখরিত হয়ে উঠে। একজন তরুণ লেখক ও তিনজন সাহিত্য সংগঠককে এবং মানুষ সম্মাননা প্রদান করা হয়। পর্যায়ক্রমে তাদের নাম ঘোষণা করেন কবি নাসির আহমেদ। তরুণ লেখক কবি নৈঋতা হালদার ছাড়াও এবং মানুষ সম্মাননা ১৪৩০ (ক্রেস্ট, উপহার ও নগদ অর্থ) তুলে দেওয়া হয় কবি ও কথাসাহিত্যিক স. ম. শামসুল আলম, কবি ও কথাসাহিত্যিক সালাম সালেহ উদদীন এবং ‘চিহ্ন’ সম্পাদক শহীদ ইকবালের হাতে।

কবিকণ্ঠে কবিতা পাঠ এবং আবৃত্তির মধ্যদিয়ে রাত ৮টায় উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য সংগঠন ‘বিদ্রোহী সাহিত্য পরিষদ’ বিএসপি যশোরের সভাপতি কবি আহমদ রাজু, প্রকাশনা সম্পাদক কাজী নূর, নির্বাহী সদস্য সঞ্জয় নন্দী এবং বিএসপির সম্মানিত সদস্য কবি অরুন বর্মন, জিএম মুছা, অমিয় কাসেম কবিতা পাঠ করেন। কবিতা পাঠ করে কবি নাসির আহমেদ, মামুন মুয়াজ্জেম, এস এম সাথী বেগম, পুলীন রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *