January 28, 2021

বর্ধমান শহরে মাস্ক বিলি করলেন ডিএসপি

সুরজ প্রসাদ,

শনিবার বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান স্টেশনে পথচলতি মানুষকে মাস্ক বিতরণ করা হয়। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি এস পি (হেড কোয়ার্টার) সৌভিক পাত্র ও বর্ধমান থানার আই সি পিন্টু সাহা। আনলক পরবর্তীকালে যেখান সমস্ত কিছু চালু হয়েগিয়েছে। রাস্তা ও বাজারে মানুষের ভিড় বাড়ছে। সেখানে আরও সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে। প্রত্যেক মানুষের মাস্ক ব্যাবহার করা আবশ্যিক হয়ে পড়েছে। তাই এখন যারা মাস্ক পড়ছেন না। তাদের সচেনতন করতে জেলা পুলিশ এই কর্মসূচি নিয়েছে। পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হিসেবে গাড়ি চালানোর সময় হেলমেট পড়া ও হেডফোন ব্যাবহার না করার বার্তা দেন।