December 5, 2021

সৈয়দ রেজওয়ানুল হাবিব,

,বেঙ্গল এডুকেশান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সুন্দরবন সংলগ্ন হিঙ্গলগঞ্জ ব্লকের কুমিরমারী ,রূপামারী এলাকায় প্রায় ৮০০ পরিবারের হাতে তুলে দেওয়া হলো চিড়ে, মুড়ি, গুড়, বিস্কুট, বেবি ফুড, সরিষার তেল,চিনি সাবান, কেক, কুমড়ো, পুইশাখ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও পানীয় জলের ২৫০০ পাউচ । পাশাপাশি প্রত্যেক কে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়। আম্ফান অধ্যুষিত এলাকায় বৃক্ষের সমতা ফেরাতে বহু মানুষ কে চারাগাছ উপহার হিসাবে তুলে দেওয়া হয়। বেডস পরিবার।

%d bloggers like this: