সেখ সামসুদ্দিন,
চিনের আগ্রাসী মনোভাবে ভারতীয় সেনাবাহিনীর উপর বর্বরোচিত আক্রমণে শহীদ হওয়া সেনাদের স্মরণে মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ হতে স্মরণসভা করা হয়। শহীদদের স্মরণে ব্লক অফিসের সামনে থেকে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদবেদীর সামনে মোমবাতি রেখে শহীদবেদীতে মাল্যদান করে আত্মার শান্তি কামনা করা হয় ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মধুসূদন ভট্টাচার্য, ব্লক কমিটি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, যুব কার্যকরী সভাপতি সন্দীপ পরামানিক, প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি মহঃ জাহাঙ্গীর, এসটি সংগঠনের সভাপতি কৃষ্ণ সরেন, সেখ সাজাহান, ছাত্রনেতা সহ দলীয় কর্মীবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শ্যামসুন্দর ভকত।
More Stories
একুশে বিধানসভা ত্রিশঙ্কু হলে তৃণমূল কে কখনোই সমর্থন নয়, জানালেন সূর্যকান্ত
সেলফিতে মেজাজ হারালেন জয়া বচ্চন
কোটিপতি মদন মিত্র, অথচ নেই নিজের গাড়ি!