শ্যামল রায়,
রবিবার বিকেলে বিজেপির কার্যালয় নবদ্বীপ রেলগেটে একটি সভা অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে বিজেপি জেলা সম্পাদক আশুতোষ পাল উপস্থিত থেকে এলাকার কয়েকশ সিপিএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন নবীন চক্রবর্তী গৌতম পাল অপর্ণা নন্দি শশধর নন্দী অর্জুন বিশ্বাস প্রমূখ।
সিপিএম ও তৃণমূল ছেড়ে আসা দলীয় কর্মীরা জানালেন কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষের উন্নয়নের পক্ষে শামিল হতে আমরা বিজেপিতে যোগদান করেছি। আগামীতে আমরা কেন্দ্রের উন্নয়নমুখী কাজের প্রচার এবং দলকে শক্তিশালী করতে সৈনিক হিসাবে কাজ করব।
বিজেপির জেলা সভাপতিঃ আশুতোষ পাল বলেনঃ শাসক দলের প্রতি সাধারণ মানুষক তৃণমূলের প্রতি আস্থা হারিয়ে দলে দলে বিজেপিতে যোগদান করছেন।
স্থানীয় সমীর নাথ সতীশ নাথ সত্যজিৎ দাস এর হাতে বিজেপির পতাকা তুলে দেন আশুতোষ পাল সহ একাধিক নেতা নেত্রী।
বেশ ভাঙ্গন শুরু হল নবদ্বীপ পৌরসভা কুড়ি নম্বর ও ২৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও সিপিএম দলে। দক্ষিণ অঞ্চলের পর্যবেক্ষক শশধর নন্দী জানিয়েছেন যে শাসক দলের প্রতি মানুষ তিতিবিরক্ত দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন তাই দলে দলে তৃণমূল সিপিএম থেকে কর্মী-সমর্থকরা বিজেপিতে যোগদান করছেন।
More Stories
একুশে বিধানসভা ত্রিশঙ্কু হলে তৃণমূল কে কখনোই সমর্থন নয়, জানালেন সূর্যকান্ত
সেলফিতে মেজাজ হারালেন জয়া বচ্চন
কোটিপতি মদন মিত্র, অথচ নেই নিজের গাড়ি!