সৈয়দ রেজওয়ানুল হাবিব,
উত্তর ২৪ পরগনা জেলাতে বিজেপিতে আবার ভাঙন ধরালেন জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার গোবরডাঙ্গা,চাঁদপাড়া ও কালুপর এলাকা থেকে প্রায় ৩৫০ জন বিজেপির সক্রিয় নেতা,কর্মী ও সমর্থকেরা যোগ দিলেন তৃনমূলে। রবিবার গোবরডাঙ্গাতে দলীয় এক কর্মসূচিতে এসে দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জ্যোতিপ্রিয় মল্লিক।
More Stories
বন্দুক হাতে দুস্কৃতিদের তাড়া খেলেন নানুরের বিজেপি প্রার্থী
ইটাহারে জিতবার ব্যাপারে আশাবাদী মিম প্রার্থী তথা আইনজীবী মোফাককারুল
একুশে বিধানসভা ত্রিশঙ্কু হলে তৃণমূল কে কখনোই সমর্থন নয়, জানালেন সূর্যকান্ত