January 23, 2022

সৈয়দ রেজওয়ানুল হাবিব,

উত্তর ২৪ পরগনা জেলাতে বিজেপিতে আবার ভাঙন ধরালেন জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার গোবরডাঙ্গা,চাঁদপাড়া ও কালুপর এলাকা থেকে প্রায় ৩৫০ জন বিজেপির সক্রিয় নেতা,কর্মী ও সমর্থকেরা যোগ দিলেন তৃনমূলে। রবিবার গোবরডাঙ্গাতে দলীয় এক কর্মসূচিতে এসে দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জ্যোতিপ্রিয় মল্লিক।