সেখ সামসুদ্দিন,
দলুইবাজার ১ অঞ্চলে মেমারি ১ ব্লক যুব সভাপতি তথা তথা বাংলার যুব শক্তির জেলা কো-অর্ডিনেটর নিত্যানন্দ ব্যানার্জীর নেতৃত্বে চিনা হামলায় শহীদ স্মরণে মোমবাতি মিছিল করা গতকাল সন্ধ্যায়। সেখানে নগরকোনা ও সাহাপুর গ্রামে সিপিএম ও বিজেপি ছেড়ে শতাধিক শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন বলে জানান নিত্যানন্দ ব্যানার্জী। আজকেও বাগিলা অঞ্চলের এক সভায় বেশ কিছু মানুষ অন্যদল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।
More Stories
বন্দুক হাতে দুস্কৃতিদের তাড়া খেলেন নানুরের বিজেপি প্রার্থী
ইটাহারে জিতবার ব্যাপারে আশাবাদী মিম প্রার্থী তথা আইনজীবী মোফাককারুল
একুশে বিধানসভা ত্রিশঙ্কু হলে তৃণমূল কে কখনোই সমর্থন নয়, জানালেন সূর্যকান্ত