May 17, 2022

আমিরুল ইসলাম,

-সোমবার দুপুরে    উন্নতমানের ধান চাষ করার জন্য।বিনামূল্যে সুগন্ধি ধানের বীজ বিতরণ করা হলো মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে।পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট কৃষি দফতরের উদ্যোগে মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এদিন দুশো  জন চাষিকে  চার কিলো করে সুগন্ধি ধানের বীজ বিতরণ করা হয়।এই সুগন্ধি ধানের বীজ পেয়ে খুশি মঙ্গলকোট অঞ্চলের কৃষকরা।মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শেখ লাল্টু জানান -“ইতিপূর্বে আমরা আমাদের অঞ্চলের চাষীদের তিল, সরিষা ও বিভিন্ন রকম কলাইয়ের বীজ বিতরণ করেছিলাম, আজ আমরা দুশো  জন চাষিকে চার  কিলো করে সুগন্ধি ধানের বীজ বিতরণ করলাম”।এই কর্মসূচিতে  উপস্থিত ছিলেন মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসনা বানু বেগম, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার, পঞ্চায়েত সদস্য লাল্টু শেখ, সাগর শেখ,ফটিক সেখ প্রমুখ।