December 4, 2021

জ্যোতিপ্রকাশ মুখার্জি,


গত ২৩ শে জুন বি.জে.পির ৪৯ জেড.পি এর উদ্যোগে ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৬৮ তম প্রয়াণ দিবস বলিদান দিবস হিসেবে পালিত হলো পশ্চিম মঙ্গলকোটের জালপাড়ায়। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট জেড.পির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ লাহা, জেলা কৃষাণ মোর্চার সহ সভাপতি বাণেশ্বর কবিরাজ, সুশান্ত দাস, মলয় পাল,পুলক পাল, সুজিত খাঁ, সমু মাড্ডির মত দলের ভারপ্রাপ্ত কর্মীরা এবং কিছু সাধারণ মানুষ।
পরে প্রসেনজিৎ বাবু বলেন – আমরা আমাদের কর্মসূচীর মাধ্যমে বাংলায় ড: মুখোপাধ্যায়ের অবদান সবার সামনে তুলে ধরতে চায়।

%d bloggers like this: