January 28, 2021

মাদারিহাটে বিদ্যুতের বলি হাতি

আলিপুরদুয়ার জেলার পূর্ব মাদারিহাটে রাতে ঝড়ের দাপটে মনোজিৎ বর্মনের বাড়ির সামনে সুপারি গাছ পড়ে যায় । সুপারি গাছের ধাক্কায় ইলেকট্রিক তার ছিঁড়ে যায় । আজ ভোর চারটে নাগাদ জলদাপাড়া জাতীয় উদ্যানে থেকে একটি হাতি বেরিয়ে পূর্ব মাদারিহাটের মনোজিৎ বর্মনের বাড়িতে ঢুকতে গিয়ে সুপারি গাছের সাথে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে যায় ।