সেখ রতন,
এক বাইক আরোহীর লুকিং গ্লাসের উপরে চলে আসে একটি বিষধর সাপ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভোতার পার এলাকার ডিভিসি ক্যানেলে ধারে। ওই বাইক আরোহী পেশায় একজন গৃহশিক্ষক। বাইক নিয়ে পড়িয়ে বাড়ি ফেরার সময় নিজের বাইকের লুকিং গ্লাসের উপরে এই বিষধর সাপ দেখে রীতিমতো আতঙ্কে বাইক থেকে তড়িঘড়ি নেমে যান তিনি। পরে সাপটি বাইকের সিটের নিচে ঢুকে যায় ওই এলাকার স্থানীয়দের সাহায্যে সাপটিকে বের করা হয়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত সকলে
More Stories
মঙ্গলকোটের আইসির দায়িত্বে পিন্টু মুখোপাধ্যায়
নাবালিকা উদ্ধারে তৎপর মঙ্গলকোট পুলিশ
কল্যানেশ্বরী পুলিশে শীতবস্ত্র বিলি