সেখ রতন,
এসইউসিআই কমিউনিস্ট পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হলো। আমফানের সার্বিক ক্ষতিপূরণ, গরিব কল্যান রোজগার অভিযানে পরিযায়ী শ্রমিকদের অন্তর্ভুক্তিকরণ, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, কয়লা শিল্পের বেসরকারিকরণ, লকডাউন পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার জন্য তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব সহ 6 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করলেন তারা। উপস্থিত ছিলেন এসইউসিআই কমিউনিস্ট দলের সকল সদস্যরা।
More Stories
একুশে বিধানসভা ত্রিশঙ্কু হলে তৃণমূল কে কখনোই সমর্থন নয়, জানালেন সূর্যকান্ত
সেলফিতে মেজাজ হারালেন জয়া বচ্চন
কোটিপতি মদন মিত্র, অথচ নেই নিজের গাড়ি!