May 19, 2022

নীলাদ্রি ঘোষ,

; শনিবার   পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সালানপুর ব্লকের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় l শিবিরে  মহিলা রক্ত দাতাদের উপস্থিতি চোখে পড়ার মতো হলেও বহু পরুষ রক্তদাতারাও এই শিবিরে রক্ত দিয়ে গেলেন l শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভানেত্রী আলপনা বন্ধ্যোপাধ্যায় ও সালানপুর ব্লক মহিলা তৃনমূল কংগ্রেসের সভানেত্রী যমুনা সমাদ্দার প্রমুখ বিশিষ্ট নেতৃত্বরা l