সেখ রতন,
পথ দুর্ঘটনার ঘটনা ঘটলো বর্ধমানের শাখারী পুকুর এলাকায় বরফ কলের সামনে। অসতর্ক ভাবে গাড়ি চালানোর ফলে একটি মাল বোঝাই ট্রাক একটি ল্যাম্পোস্টের খুঁটিতে সজোরে ধাক্কা মেরে একটি তিনতলা বাড়িতে ঢুকে যায় এবং পাশের একটি দোকানের শাটার ও ভেঙে যায়। ভোর চারটে দশ নাগাদ এ ঘটনা ঘটে যার ফলে সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা। এলাকাবাসীদের সহযোগিতায় আহত গাড়ি চালক এবং খালাসী কে উদ্ধার করা হয় পরে ফায়ার ব্রিগেড পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে তারা উপস্থিত হয় এবং আহত চালককে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
More Stories
কয়লা – গরু পাচার মামলায় পুলিশের কারা তটস্থ?
কুলটিতে গাঁজা সহ গ্রেপ্তার ১
সশস্ত্র দুস্কৃতি গ্রেপ্তার আসানসোলে