রাজকুমার দাস,
অভিনেতা দেবের প্রচেষ্টায় দুবাই এর প্রবাসী মোট প্রায় ১৭১জন বাঙালি যাত্রীদের নিয়ে চার্টার্ড ফ্লাইট (২৮ শে জুন) রাতসাড়ে আটটায় দুবাই থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে।সব ঠিক থাকলে রাত দেড় টার মধ্যে (২৯শে জুন)কলকাতা বিমান বন্দরে ল্যান্ড করছে।
More Stories
রাশিদা বিবির লিভার টিউমার সারবে স্বাস্থ্যসাথী কার্ডে
পশ্চিম বর্ধমানে করোনা ভাক্সিন ১৯০০০
মেডিকেল কলেজ হচ্ছে শান্তিনিকেতনে