কমল বড়া,
মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের অন্তগত কালুইগ্রামে তিন কন্যা পার্কে ফুটবল ময়দানে প্রদর্শনী ফুটবল ম্যাচ, পূর্ব বর্ধমান জেলা মোহনবাগান ফ্যান ক্লাব বনাম পূর্ব বর্ধমান জেলা মহামেডান ফ্যান ক্লাব, মোহামেডান ফ্যান ক্লাবের সভাপতি আহমদ হোসেন জানান প্রায় তিন মাস ধরে স্কুল-কলেজ খেলাধুলা বন্ধ থাকায় কিশোর ও যুবসমাজ একঘেয়েমি হতাশায় ভুগছে তা থেকে তাদের বার করতে এই প্রয়াস, প্রশাসনিক নিয়ম মেনে নির্দিষ্টসংখ্যক জমায়েত রেখেই ম্যাচ আয়োজন করা হয়েছে তাঁদের দাবি, খেলার উদ্যোক্তা মোহনবাগান ফ্যান ক্লাব অসিত চ্যাটার্জী 5-2 গোলে জয়ী,
More Stories
শান্তিনিকেতনে সিকিম উৎসব চলছে
মঙ্গলকোটের কুমুদ সাহিত্য মেলার ইতিকথা
বলগোনায় দোওয়ার মজলিসে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান