কমল বড়া,
রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে পূর্বস্থলী 1 ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের অন্তর্গত সুলন্টুতে পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থক। এদিনের এই পথ অবরোধ ও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক বিধান ঘোষ মন্ডল সভাপতি সৈকত বণিক সহ আরো অনেকে।
More Stories
রক্তদান শিবিরের আয়োজন কেতুগ্রামে
পুনরায় মন্ত্রী হয়ে আসানসোলে ফিরলেন মলয় ঘটক
কাটোয়ার দাঁইহাটে উদ্ধার প্রাচীন মূর্তি