February 24, 2021

আমিরুল ইসলাম,

ভাতার থানার পক্ষ থেকে ভাতার হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের সম্বর্ধনা।

পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পক্ষ থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন কে সামনে রেখে ভাতার হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীদের কে ফুল ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানানো হলো।
বিগত কয়েক মাস ধরে স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে করোনা ভাইরাস এর মোকাবেলা করছে। তাদের মনোবল কে বাড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।
আগামীতে তারা আবারো স্বাস্থ্যকর্মীদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি, ভাতার হসপিটালের স্বাস্থ্য আধিকারিক সংঘমিতা ভৌমিক, সহ সমস্ত ডাক্তারবাবু ও স্বাস্থ্যকর্মীরা।
পুলিশের উদ্যোগে খুশি হয়েছেন সমস্ত স্বাস্থ্যকর্মী।