শুভদ্বীপ ঋজু মন্ডল,
বিশ্বত্রাস করোনা তে যখন মানবকুল ভীত, সন্ত্রস্ত সেই সময় আবারও আশার প্রদীপ হাতে এগিয়ে এলো জঙ্গলমহল। দিন শুরু হল ডাঃ বিধান চন্দ্র রায় এর চরণে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। বাংলার রূপকার তথা মানবদরদী চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম দিবস ও প্রয়াণ দিবস তথা জাতীয় চিকিৎসক দিবস পালিত হলো জঙ্গলমহলের মণ্ডলকুলির বিবেকানন্দ ইন্টিগ্রেটেড মিশন স্কুল এ। সমাজের মানুষকে মহামারী করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখবে সে বিষয়ে সচেতন করলেন আরেক মানবদরদী চিকিৎসক এবং বিবেকানন্দ ইন্টিগ্রেটেড মিশন স্কুল এর সভাপতি ডাঃ বিবেকানন্দ দাস। মানবসেবা যার প্রতিজ্ঞা সেই ডাঃ বিবেকানন্দ দাস তাঁর স্বপ্নের স্কুলের তরফে আজ আয়োজন করেছিলেন দুঃস্থ সেবারও। ১০০ জন ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নিজেকে জীবাণুমুক্ত রাখার জন্য দেয়া হয় সাবান। বোঝানো হয় মাস্ক পরার প্রয়োজনীয়তা, সামাজিক দূরত্ব বজায় রাখার উপকারিতা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা। যত্রতত্র থুতু না ফেলার পরামর্শও দেওয়া হয় করোনা মোকাবিলার অন্যতম অস্ত্র হিসেবে।
More Stories
শান্তিনিকেতনে সিকিম উৎসব চলছে
মঙ্গলকোটের কুমুদ সাহিত্য মেলার ইতিকথা
বলগোনায় দোওয়ার মজলিসে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান