সুভাষ মজুমদার,
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধনিয়াখালি বিধানসভার মহেশ্বরপুর থেকে পুইনান পর্যন্ত মাকালপুর,সাটিথান,দাদপুর,বাবনান অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সম্মিলিত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ধনিয়াখালি বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী অসীমা পাত্র মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সোমেন ঘোষ মহাশয় ও হুগলি জেলার কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী মহাশয়, মৎস্য কর্মাধ্যক্ষ শেখ মিজানুর রহমান মহাশয় ও পোলবা পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মুন্সি মহিবুল ইকবাল মহাশয় সহ সকল নেতৃত্ববৃন্দ।
More Stories
কল্যানেশ্বরী অঞ্চল তৃণমূল কমিটি গঠন
বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু প্রার্থী খুঁজছে বিজেপি
চাষিদের মা দুর্গার নামে শপথ নিয়ে পরিবর্তনের ডাক জেপি নাড্ডার